ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪

মালয়েশিয়া ফেরত পাঠাল আদিলুর রহমানকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৬, ২০ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:২৫, ২১ জুলাই ২০১৭

দিনভর মালয়েশিয়ার বিমানবন্দরে বসিয়ে রাখার পর রাতে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে মানবাধিকার বিষয়ক সংগঠন অধিকার-এর সম্পাদক আদিলুর রহমান খানকে। অধিকার এর পরিচালক নাসির উদ্দিন এলান বিবিসিকে এ খবর নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার বাংলাদশের স্থানীয় সময় রাত দশটা নাগাদ আদিলুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।

এর আগে মানবাধিকার সংগঠন ফোরাম এশিয়া জানায় তাদের সংস্থার ভাইস চেয়ারম্যান আদিলুর রহমান খানকে কুয়ালালামপুর বিমানবন্দরে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।

নাসির উদ্দিন এলান অবশ্য জানিয়েছেন আটক নয়, আদিলুর রহমানকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি বলে তারা খবর পেয়েছেন।  

আদিলুর রহমান মানবাধিকার বিষয়ক একটি কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়া গিয়েছিলেন।

ফোরাম এশিয়া বৃহস্পতিবার এক বিবৃতিতে অবিলম্বে আদিলুর রহমান খানের অবিলম্বে মুক্তিও দাবি করেছিল।

সংগঠনের মালয়েশিয়া শাখার একজন কর্মকর্তা চিউ চুয়ান ইয়াং বিবিসি বাংলাকে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশ আদিলুর রহমানকে আটকে রাখার তথ্য নিশ্চিত করেছে কিন্তু এর কোনো কারণ জানায়নি।

ফ্রি মালয়েশিয়া ট্যুডের এক প্রতিবেদনে বলা হয়, অধিকারের সম্পাদক আদিলুর রহমানকে বিমানবন্দর ইমিগ্রেশন কর্মকর্তারা ভোর ৪টার দিকে আটক করে। মৃত্যুদণ্ড বিলোপ নিয়ে একটি সেমিনারে অংশ নেয়ার উদ্দেশ্যে মালয়েশিয়ায় গিয়েছিলেন তিনি। মালয়েশিয়ার মানবাধিকার সংগঠন সুরা রাকায়াত মালয়েশিয়া (সুয়ারাম) আদিলুর রহমানকে আটকের নিন্দা জানিয়েছে।  

ডব্লিউএন


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি