ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

মালয়েশিয়ায় সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত সন্দেহে বাংলাদেশিসহ আটক ৪

প্রকাশিত : ২০:১০, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ২০:১০, ২২ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

মালয়েশিয়ায় সন্ত্রাসী কাজের সঙ্গে জড়িত সন্দেহে এক বাংলাদেশি ব্যবসায়ীসহ চার জনকে আটক করেছে পুলিশ। বিবৃতিতে পুলিশ জানায়, আটকদের মধ্যে তিনজনই বিদেশী নাগরিক। এরমধ্যে বাংলাদেশী নাগরিক রেস্টুরেন্টের মালিক। তার বিরুদ্ধে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের জন্য অস্ত্র পাচারের অভিযোগ রয়েছে। ইন্টারপোল তার বিরুদ্ধে আগেই রেড নোটিশও জারি করেছিল। এছাড়া আরেকজন মরোক্কোর নাগরিক। ধারণা করা হচ্ছে, তিনি আইএসের সদস্য। অন্য দু’জন নেপাল ও মালয়েশিয়ার নাগরিক। তারাও সন্ত্রাসী সংগঠনের প্রচারের কাজে সঙ্গে জড়িত বলে ধারণা করা হচ্ছে। গেল ২রা আগস্ট থেকে ১৭ই সেপ্টেম্বরের মধ্যে এদের আটক করা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি