ঢাকা, বুধবার   ১৬ জুলাই ২০২৫

মাশরাফি ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে ধানবীজ বিতরণ

ফরহাদ খান, নড়াইল:

প্রকাশিত : ১৭:২৮, ১২ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল জিংক সমৃদ্ধ ধানের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (১২ নভেম্বর) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক ধান গবেষনা ইনস্টিটিউটের সহযোগিতায় (ইরি) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধায়নে সদরের ৪শ’ কৃষকের মাঝে পাঁচ কেজি করে ধানবীজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ক্রিকেটতারকা মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনজুমান আরা। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক চিন্ময় রায়, নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর বিশ্বাস, ইরি বাংলাদেশের প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারী, কৃষিবিদ ডক্টর মোর্শেদ আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি মলয় কুমার কুন্ডু প্রমুখ।

পরবর্তীতে লোহাগড়া ও কালিয়া উপজেলার কৃষকদের মাঝেও এ বীজ বিতরণ করা হবে। জানা যায়, ২০১৭ সালে ৪ সেপ্টেম্বর ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ প্রতিষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মাশরাফি বিন মর্তুজা। নড়াইলের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করে যাচ্ছে ফাউন্ডেশনটি।

আরকে//

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি