ঢাকা, সোমবার   ১৩ মে ২০২৪

মিয়ানমারে রাখাইন রাজ্যে সামরিক অভিযান সমাপ্ত

প্রকাশিত : ১৯:৪৩, ১৬ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ২০:২৬, ১৬ ফেব্রুয়ারি ২০১৭

মিয়ানমারে রাখাইন রাজ্যে চার মাস ধরে চলা সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। অক্টোবরে সন্ত্রাসী হামলায় ৯ পুলিশ সদস্য নিহতের পর সন্ত্রাসবিরোধী অভিযানের নামে রোহিঙ্গাদের ওপর হত্যা, গণহত্যা, ধর্ষণের অভিযোগ উঠে। সরকারের দমন-পীড়নের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করে; আশ্রয় নেয় কক্সবাজারের টেকনাফসহ বিভিন্নস্থানে। এতে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে মিয়ানমার সরকার। গত বছরের ৯ অক্টোবর মিয়ানমারে বাংলাদেশ সীমান্তের কাছে কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলায় নিহত হয় পুলিশের ৯ সদস্য। এর পরই রাখাইনে ‘সন্ত্রাসবিরোধী’ অভিযান শুরু করে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসবিরোধী অভিযানের নামে রোহিঙ্গাদের উপর নির্যাতন, হত্যা, গণহত্যা, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগের বিস্তর অভিযোগ উঠে মিয়ানমারের সেনাবাহিনীর বিরুদ্ধে। দলে দলে রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে অনুপ্রবেশ করতে থাকে। জাতিসংঘের হিসেবে, সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে হাজারের বেশি রোহিঙ্গা। আর রাখাইন রাজ্যের সাড়ে ৪শ’ গ্রাম খালি করে প্রায় ৬৯ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে প্রবেশ করে। দেরিতে হলেও এ’ ঘটনায় নড়েচড়ে বসে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘ, মানবাধিকার সংস্থা আর প্রতিবেশী দেশগুলো চাপ দিতে থাকে মিয়ানমার সরকারকে। অবশেষে চার মাস পর সামরিক অভিযান সমাপ্তির ঘোষণা দেয়া হলো। মিয়ানমার সরকারের বিবৃতিতে জানানো হয়েছে, উত্তর রাখাইনের পরিস্থিতি এখন স্থিতিশীল। সেনাবাহিনীর চালানো উচ্ছেদ অভিযান বন্ধ হয়েছে। কারফিউ শিথিল করা হয়েছে। শান্তি রক্ষায় সেখানে শুধুমাত্র পুলিশ রয়েছে। কোথাও নির্যাতনের প্রমাণ পাওয়া গেলে সরকার ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে বিবৃতিতে।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি