ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

নিরাপদ সড়ক আন্দোলন

মুক্তি পেলেন আরও চার শিক্ষার্থী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ২০ আগস্ট ২০১৮

মুক্তি পাওয়া তিন শিক্ষার্থী

মুক্তি পাওয়া তিন শিক্ষার্থী

Ekushey Television Ltd.

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনের সময় গ্রেফতার হওয়া আরও চার শিক্ষার্থী জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। আজ সোমবার বিকেল সাড়ে চারটার দিকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তারা মুক্তি পান।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার জাহিদুল আলম তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। ওই চার শিক্ষার্থী হলেন- ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী রিসালাত ওরফে ফেরদৌস, আমিনুল হক, ইউল্যাবের ছাত্র বাঈজীদ আদনান ও এশিয়ান ইউনিভার্সিটির সাবের আহমেদ। এ নিয়ে আজ সোমবার ১৩ জন শিক্ষার্থী জামিনে মুক্তি পেলেন।

এর আগে আজ সকালে সাড়ে ৯টার দিকে নয়জন শিক্ষার্থী কারাগার থেকে বেরিয়ে আসেন। গতকাল রোববার নয় শিক্ষার্থীকে জামিনে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এখন পর্যন্ত আজ সোমবার ও গতকাল রোববার মিলে মোট ২২ শিক্ষার্থী জামিন পেয়ে কারাগার থেকে বেরিয়ে এসেছেন। এই শিক্ষার্থীর স্বজনেরা কেন্দ্রীয় কারাগারের সামনে সকাল থেকে অপেক্ষায় ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ জুলাই রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহত হয়। এরপর ওই বাসচালকের শাস্তি এবং নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি