ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪

মুক্তিযুদ্ধ মঞ্চের নামে কুবি’র হলে ওঠার চেষ্টা, হাতাহাতি

কুবি প্রতিনিধি

প্রকাশিত : ১৩:১৩, ৩১ জানুয়ারি ২০২৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধ মঞ্চের পরিচয় ব্যবহার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ওঠার চেষ্টা করেছেন সাবেক কয়েকজন ছাত্র। তবে তাদেরকে অছাত্র দাবি করে বাধা দিয়েছে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা-ই-এলাহী সমর্থিত যুগ্ম সাধারণ সম্পাদক স্বজন বরণ বিশ্বাস, কুমিল্লা বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুর বিশ্বাস, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও খালেদ সাইফুল্লাহ, হত্যা মামলার প্রধান আসামি বিপ্লব চন্দ্র দাস, সাবেক ছাত্র মাহী হাসনাইন ও ইকবাল খানসহ বেশ কয়েকজন অবৈধভাবে হলে ওঠার চেষ্টা করেন। 

এদের মধ্যে আমিনুর ছাড়া সকলেরই ছাত্রত্ব শেষ। তারা হলে ওঠতে গেলে তাদেরকে বাধা দেয় হল ছাত্রলীগের নেতকর্মীরা। এসময়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ বিষয়ে স্বজন বরণ বিশ্বাস বলেন, “আমার এক ছোটভাইকে হলে উঠাতে গিয়েছিলাম। তারা আমাদেরকে কোনো কারণ ছাড়াই বাধা দিয়েছে।”

তবে ক্যাম্পাসের ছাত্রলীগ নেতাকর্মীরা অভিযোগ করছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের নাম ব্যবহার করে ক্যাম্পাস অস্থিতিশীল করার চেষ্টা করছেন অছাত্ররা। 

শাখা ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসেন সবুজ বলেন, হত্যা মামলার প্রধান আসামিসহ কয়েকজন অছাত্র এসে হলে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা নিরাপত্তা শঙ্কায় তাদেরকে প্রতিহত করতে গেছে। তারাই কয়েক মাস আগে বহিরাগতদের নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে ককটেল ও ফাঁকাগুলির বিস্ফোরণ ঘটিয়ে গেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. মোকাদ্দেস-উল-ইসলাম বিদ্যুৎ বলেন, “আমরা হলের সকল প্রক্রিয়া মেনেই শিক্ষার্থী তুলব। যারা হলে ওঠতে চেয়েছে, তারা হল প্রশাসন থেকে অনুমতি নেয়নি। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো।”

এদিকে উভয়পক্ষের হাতাহাতি থামাতে গেলে সহকারী প্রক্টর অমিত দত্তের সঙ্গেও বাগবিতণ্ডা ঘটে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের। এসময় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরীসহ কয়েকজনকে তার সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করতে দেখা গেছে। 

এ বিষয়ে অমিত দত্তের বক্তব্য জানতে তার ফোনে একাধিকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি।

এএইচ


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি