ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী হাসপাতালে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৮, ৮ নভেম্বর ২০১৭

মুক্তিযোদ্ধা ফেরদৌসী প্রিয়ভাষিণী রাজধানীর ল্যাবএইড হাসপাতালের সিসিইউতে ভর্তি হয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে হার্ট অ্যাটাক করেছেন তিনি। এছাড়া হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল দু’বার। এ কারণে এই ভাস্করের অবস্থা এখন গুরুতর বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।

ফেরদৌসী প্রিয়ভাষিণীর ছেলে কারু তিতাস গণমাধ্যম কে বলেন, দুপুরে তার মায়ের হার্ট অ্যাটাক হওয়ায় দ্রুত ল্যাবএইডে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তার অবস্থা গুরুতর দেখে সিসিইউতে ভর্তি করেন।
ফেরদৌসী প্রিয়ভাষিণীর চিকিৎসা চলছে বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে।

তিনি আরো বলেন, ‘ফেরদৌসী প্রিয়ভাষিণীর হার্টে বাইপাস করা ছিল। তিনি আগে থেকেই অসুস্থ ছিলেন। কিন্তু আজ (বুধবার) গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

হাসপাতালে আনার পর দুপুর ২টার দিকে তার হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। বিকাল ৫টার দিকেও আরেকবার এমন হয়েছে। সব মিলিয়ে তাকে যে কোনও সময় আইসিইউতে নেওয়া হতে পারে।’

বুধবার রাত ৮টার দিকে ফেরদৌসী প্রিয়ভাষিণীর বিষয়ে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসকদের একটি বোর্ড জরুরি সভায় বসবে বলে জানান চিকিৎসক বরেণ চক্রবর্তী।


কেআই/ডব্লিউএন

 


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি