ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

মুচলেকা নিয়ে ছাড়া হলো ঢাবির সেই ছাত্রীকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৬, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এক ছাত্রীকে তুলে নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের সামনে থেকে তাকে তুলে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এর কয়েক ঘণ্টা পর তাকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

ওই ছাত্রীর নাম তাসনিম আফরোজ ইমি। তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ছাত্রী। তিনি বিশ্ববিদ্যালয়ের টিএসসিভিত্তিক সংগঠন ‘স্লোগান ৭১’-এর সাবেক সাধারণ সম্পাদক।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারের উপকমিশনার (ডিসি) মাসুদুর রহমান বলেন, ফেসবুকে গুজব ছড়ানো সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ইমিকে আটক করা হয়েছিল। পরে মুচলেকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।

ইমিকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডিবি পুলিশ নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি