ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

মুজিববর্ষ উপলক্ষে বাকৃবিতে আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু

বাকৃবি সংবাদদাতা 

প্রকাশিত : ১৫:৫৬, ২৯ ফেব্রুয়ারি ২০২০

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) তিন দিনব্যাপী আন্তঃহল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। 

আজ শনিবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক সম্মেলন কক্ষে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠিত হয়।

ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাকৃবি ডিবেটিং সংঘের (বাউডিএস) সহযোগিতায় বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৩টি হল থেকে একটি করে এবং ডিবেটিং সংঘ থেকে একটি সুইং টিমসহ মোট ১৪টি দল প্রতিযোগিতায় অংশ নিবে। 

আগামী ২ মার্চ বিকেল সাড়ে ৫টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তনে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।

বাউডিএসের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. শিবলী সাদিক শাহের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম এবং বোটানিক্যাল গার্ডেনের কিউরেটর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের ১৩টি হলের প্রভোস্ট ও হাউজ টিউটরসহ হলের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এআই/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি