ঢাকা, মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪

মুজিববর্ষে ৭শ’ থানায় চারটি করে হেল্পডেস্ক: আইজিপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩৯, ২৬ জানুয়ারি ২০২০ | আপডেট: ২০:৪৬, ২৬ জানুয়ারি ২০২০

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

মোহাম্মদ জাবেদ পাটোয়ারী

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, মুজিববর্ষ উপলক্ষে দেশের ৭শ’ থানায় চারটি করে হেল্পডেস্ক স্থাপন করা হবে।

আজ রোববার সিলেটে বঙ্গবন্ধুর ম্যুরাল উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের একথা বলেন আইজিপি।

জাবেদ পাটোয়ারী বলেন, গতবছর পুলিশের জরুরি সেবা ৯৯৯ নম্বরে দুই কোটি সেবা প্রত্যাশী কল করেছেন। এরমধ্যে ৫০ লাখ কলের সেবা দেওয়া হয়েছে। এ সেবা আরও প্রসারের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

আইজিপি বলেন, পুলিশ বাহিনীর আধুনিকায়নের লক্ষ্যে বর্তমান সরকার ব্যাপক উদ্যোগ নিয়েছে। পুলিশ ব্যারাকের উন্নয়ন হচ্ছে। এ বছরই দেশের সবগুলো থানায় নতুন গাড়িও দেয়া হবে।

এরআগে আইজিপি পুলিশ লাইনস মাঠে পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

সিলেটে এসে তিনি হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া, ডিআইজি মো. কামরুল আহসান, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম ও পুলিশ সুপার ফরিদ উদ্দিন প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি