ঢাকা, সোমবার   ২৯ এপ্রিল ২০২৪

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুন, নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৪, ২৮ ডিসেম্বর ২০১৮ | আপডেট: ১৩:১৫, ২৮ ডিসেম্বর ২০১৮

ভারতের মুম্বাইয়ে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে পাঁচজনের প্রাণ গেছে। ঘটনাটি ঘটেছে  বৃহস্পতিবার সন্ধ্যায়। সারগাম সোসাইটি নামে একটি আবাসনের ‘বি’ উইং থেকে আগুন ছড়িয়েছে বলে জানা গেছে। রাত আটটার দিকে আগুন লাগার খবর পায় দমকল। ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে ১৫টি  ইঞ্জিন।

নিহতরা হলেন, সুনীতা যোশী (৭২) ভালচন্দ্র যোশী(৭২), সুমন শ্রীনিবাস যোশী(৮৩), সরলা সুরেশ গাঙ্গর(৫২) এবং লক্ষণ প্রেমজি গাঙ্গর(৮৩)। 

তবে ঠিক কী কারণে আগুন লাগল তা জানা যায়নি। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান রান্নার গ্যাস ফাটার কারণেই আগুন লেগেছে। একই সঙ্গে আবাসনের আগুন নেভানোর ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, গত কয়েক দিনের মধ্যে বেশ কয়েকটি অগ্নিকাণ্ড দেখেছে ভারতের বাণিজ্যিক রাজধানী। গত সপ্তাহে হোটেল ট্রাইডেন্টের পাশের একটি শোরুমে আগুন লেগে যায়। তাছাড়া চলতি মাসের ১৭ তারিখ আগুনে পুড়ে আন্ধেরির একটি হাসপাতাল। সেখানে শিশুসহ কয়েকজনের মৃত্যু হয়।

সূত্র: এনডিটিভি

একে//

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি