ঢাকা, শনিবার   ০৪ মে ২০২৪

মেক্সিকোয় ট্রাক দুর্ঘটনা: ২৫ শরণার্থীর ‍মৃত্যু

প্রকাশিত : ১৪:৫৭, ৮ মার্চ ২০১৯

মেক্সিকোতে একটি কার্গো ট্রাক উল্টে সেটির ভেতরে থাকা ২৫ জন শরণার্থীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গুয়াতেমালা সীমান্তের কাছে তুক্সলা-গুতিয়েরেজ মহাসড়কে সন্ধ্যার পর ওই দুর্ঘটনা ঘটে। নম্বর প্লেট বিহীন কার্গো ট্রাকে অবৈধভাবে শরণার্থীদের বহন করা হচ্ছিল বলেও জানান কর্মকর্তারা।

একই দুর্ঘটনায় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে জানান প্রাদেশিক কর্মকর্তারা। দক্ষিণের চিয়াপাস প্রদেশের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। একটি পিক-আপ ট্রাকের সঙ্গে কার্গো ট্রাকটির সংঘর্ষ হয়েছিল বলে ধারণা প্রকাশ করছে সংশ্লিষ্টরা।

কিভাবে কার্গো ট্রাকটির চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন  তা এখনো স্পষ্ট নয় বলে জানান তারা। এদিকে গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদোর থেকে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্র প্রবেশে ইচ্ছুক শরণার্থীরা চিয়াপাস হয়ে সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে।

তথ্যসূত্র: রয়টার্স

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি