মেজর (অব.) জিয়াউদ্দিনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
প্রকাশিত : ১৮:২২, ২৮ জুলাই ২০১৭ | আপডেট: ২০:৩১, ২৮ জুলাই ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের সাব-সেক্টর কমান্ডার মেজর (অব.) জিয়াউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শুক্রবার এক শোকবার্তায়, প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় মেজর জিয়াউদ্দিনের অমূল্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, ‘তার মৃত্যুতে দেশ একজন সাহসী মুক্তিযোদ্ধাকে হারিয়েছে।’
শেখ হাসিনা মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জিয়াউদ্দিন লিভারের রোগে ভুগছিলেন। তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।
আরও পড়ুন