ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস স্রেফ গুজব : স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৯, ৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৯:০৯, ৭ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

এমবিবিএস কোর্সের ভর্তি পরিক্ষার প্রশ্ন ফাঁসের প্রশ্নই আসে না প্রশ্ন ফাঁসের বিষয়টা স্রেফ গুজব। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানো ব্যক্তিরা মেধাবী শিক্ষার্থীদের শত্রু শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবন কেন্দ্র পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব মন্তব্য করেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেধা ও যোগ্যতা দিয়ে প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হবে শিক্ষার্থীরা। ভবিষ্যতে তারা ডাক্তার হিসেবে ভূমিকা রাখবে। পরীক্ষা অনেক সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি বলেন, পরীক্ষার্থীদের সমস্য হবে ভেবে ভেতরে যাইনি, তবে বাইরে থেকে তাদের শুভেচ্ছা জানিয়েছি। অতি দ্রুতই অনুষ্ঠিত ‘এমবিবিএস’ পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলেও জানান মন্ত্রী।

উল্লেখ্য, সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সের প্রথম বর্ষের (২০১৭-১৮) ভর্তি পরীক্ষা আজ শুক্রবার সকাল ১০টায় সারাদেশে একযোগে শুরু হয়ে শেষ হয় বেলা ১১ টায়।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি