ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

মেডিকেলে ভর্তির আবেদন শুরু ৩১ আগস্ট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৯, ২৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

এমবিবিএস কোর্সে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে ভর্তি সংক্রান্ত অনলাইন আবেদন আজ ২৭ আগস্টের পরিবর্তে আগামী ৩১ আগস্ট দুপুর ১২টা থেকে শুরু হবে। তবে অনলাইন আবেদনের শেষ তারিখ ১৮ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অপরিবর্তিত থাকবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

গতকাল রোববার স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চার জেলায় নতুন সরকারি মেডিকেল কলেজ স্থাপনের ফলে অনলাইন সফট্ওয়্যার প্রস্তুতকরণের সুবিধার্থে ছাত্রছাত্রীদের অনলাইন ভর্তির আবেদন গ্রহণে এ সময়সীমা পরিবর্তন করা হয়েছে।

আবেদন করতে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ-৯ থাকতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভর্তি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ ২৯ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত চলবে। এমসিকিউ প্রশ্নের এক ঘণ্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত বিজ্ঞরিত তথ্য http://dghs.teletalk.com.bd স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mohfw.gov.bd এবং স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইট www.dghs.gov.bd হতে জানা যাবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি