ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

মেলবোর্নে বাড়ানো হলো লকডাউনের সময়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ১১ আগস্ট ২০২১

Ekushey Television Ltd.

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে বুধবার লকডাউনের সময় আরো এক সপ্তাহ বাড়ানো হয়েছে। 

করোনার ডেল্টা ধরণের কারনে সংক্রমণ বাড়তে থাকায় মেলবোর্নে গত বৃহস্পতিবার ষষ্ঠবারের মতো লকডাউন জারি করা হয়। 

ভিক্টোরিয়া রাজ্যের প্রধানমন্ত্রী ড্যানিয়েল এন্ড্রুজ নতুন করে আরো ২০ জন আক্রান্তের খবর জানিয়ে অন্তত ১৯ আগস্ট পর্যন্ত লকডাউনের সময় বাড়ানোর ঘোষণা দেন। 

এদিকে সিডনির ৫০ লাখেরও বেশি মানুষ সাত সপ্তাহ ধরে লকডাউন মেনে ঘরে অবস্থান করছে। চলমান লকডাউন আগস্টের শেষ নাগাদ  চলবে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যে বুধবার নতুন করে ৩৪৪ জন আক্রান্ত হয়েছে। সিডনিতে মধ্য জুনের পর নতুন কওে সংক্রমণ শুরুর পর এ পর্যন্ত ছয় হাজার একশরও বেশি লোকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। 

আড়াই কোটি জনসংখ্যার দেশ অস্ট্রেলিয়ায় ৩৭ হাজারেরও বেশি লোক করোনা আক্রান্ত এবং মারা গেছে ৯৪১ জন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি