ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪

মেলায় বিকুল চক্রবর্তীর বই ‘কর্মে আলোকিত মানুষেরা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪০, ২৬ ফেব্রুয়ারি ২০২০

একুশে বইমেলায় এসেছে ব্যাতিক্রমী একটি গ্রন্থ ‘কর্মে আলোকিত মানুষেরা’। বইটির লেখক সাংবাদিক ও মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক বিকুল চক্রবর্তী। প্রকাশ করেছে ঢাকার খ্যাতনামা প্রকাশনা ইত্যাদি গ্রন্থ প্রকাশ। 

বইটির আরেকটি বৈশিষ্ট্য হল, লেখক এই বইয়ে যাদের কথা তুলে ধরেছেন বিগত ২৫ বছরে তাঁর সাংবাদিকতা জীবনে বিভিন্ন গণমাধ্যমেও তাঁদের নিয়ে একাধিক প্রতিবেদন লিখেছেন। প্রকাশিত প্রতিবেদনগুলোর সংকলিত রুপ ‘কর্মে আলোকিত মানুষেরা’। বইটিতে উল্লেখ আছে হজরত শাহ মোস্তফা (রঃ), ঐতিহাসিক ব্যক্তিত্ব লীলা নাগ, রম্য লেখক মুজতবা আলী, বাউল সম্রাট শাহ আব্দুল করিম, কবি দিলওয়ার, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী, সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান, উপমহাদেশের অন্যতম শ্রেষ্ট কারুশিল্পী শ্রী জনার্দন, সিলেট বিভাগের প্রথম ইতিহাস লেখক কাজী মোহাম্মদ আহম্মদ, সিলেট বিভাগের প্রথম সাংবাদিক গৌরিশংকর ভট্টাচার্য তর্কবাগীশ, ব্রিটিশ বিরোধি নারী নেত্রী লীলা দত্ত, এছাড়াও বর্তমান সময়ে সমাজের বিভিন্নক্ষেত্রে আলোকদ্যুতি ছড়ানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বর্তমান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন, সাবেক চীফ হুইপ ড. মো. আব্দুস শহীদ এমপি, সফল ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরী, এ বছর স্বাধীনতা পদকের জন্য মনোনীত বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমানসহ আরো অনেকেই। 

বইটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার ইত্যাদি গ্রন্থ প্রকাশের প্যাভিলিয়ন- ১০।

কেআই/এসি

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি