ঢাকা, শনিবার   ১৮ অক্টোবর ২০২৫

মেহেরপুর সীমান্তে ১৪ বাংলাদেশীকে হস্তান্তর

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৯, ১৮ অক্টোবর ২০২৫ | আপডেট: ২০:০০, ১৮ অক্টোবর ২০২৫

Ekushey Television Ltd.

মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ১৪ জন বাংলাদেশীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে গাংনী উপজেলার কাথুলী সীমান্তের ১৩৩/৩এস পিলারের অভ্যন্তর দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের হস্তান্তর করে। সীমান্ত দিয়ে পুশব্যাক হওয়া সকলের বাড়ি ঠাকুরগাঁও জেলায়। 

জানা যায়, বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে দালালের মাধ্যমে তারা ভারতে অবৈধ অনুপ্রবেশ করেছিলো। আসাম রাজ্যে শ্রমিকের কাজ করে তারা জীবিকা নির্বাহ করতো। পরে আসাম পুলিশ তাদের আটক করে বিএসএফ এর তেইমপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার অনোজ কুমারের কাছে হস্তান্তর করে।

এসময় অনোজ কুমার আটককৃতদের পতাকা বৈঠকের মাধ্যমে বাংলাদেশের কাথুলী বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মিজানুর রহমানের কাছে হস্তান্তর করে। এর মধ্যে ৬ জন পুরুষ চারজন নারী ও চারজন শিশু রয়েছে। পরে ঐ ব্যক্তিদের গাংনী থানায় সোপর্দ করা হয়।

পুশব্যাক হওয়া ব্যক্তিরা হলেন, ঠাকুরগাঁও জেলার বলিয়াডাঙ্গী থানার জেলে বস্তি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে হানিফুর রহমান (৩৮), তার স্ত্রী লুৎফা খাতুন (২৮),মেয়ে হাবিবা খাতুন (১২) আলিয়া খাতুন (১.৫), ছেলে হাবিবুল্লা (০৫), একই এলাকার খাদেমগঞ্জ গ্রামের মৃত কলিম উদ্দিন এর ছেলে বাবুল(৫০), তার স্ত্রীর আফরোজা খাতুন(৪৩), মেয়ে লাভলী খাতুন(২৫) শবনম খাতুন(১৯), ছেলে সাদ্দাম হোসেন(২৪), মেয়ে স্বর্ণা (১৩),বেউরঝাকী গ্রামের আজগর আলী ছেলে তরিকুল ইসলাম(২৮),রত্নাই গ্রামের ধুনিবুলা মোহাম্মদের ছেলে আজিজুল হক (৪৫) ও লক্ষহাট গ্রামের আব্দুল লতিবের ছেলে হাসেম হাতেম (৫২)।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, আইনি প্রক্রিয়া শেষে পুশব্যাক হওয়া ব্যক্তিদেরকে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এমআর// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি