ঢাকা, সোমবার   ০৬ মে ২০২৪

মেহেরপুরে অযত্নে -অবহেলায় পড়ে রয়েছে মুক্তিযোদ্ধাদের গণকবর

প্রকাশিত : ১৩:৪৭, ৪ মার্চ ২০১৭ | আপডেট: ১৩:৪৭, ৪ মার্চ ২০১৭

মেহেরপুরের বিভিন্ন স্থানে অযত্নে -অবহেলায় পড়ে রয়েছে মুক্তিযোদ্ধাদের গণকবর। কিছু গণকবর সংরক্ষণ করা হলেও, বেশিরভাগই বিলিন হওয়ার পথে। এ’সব গণকবর সংরক্ষণ, স্মৃতিসৌধ নির্মাণসহ শহীদ পরিবারগুলোকে সরকারি সহায়তা দেয়ার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। অন্যান্য স্থানের মতো ৭১এ দেশমাতৃকার মুক্তির লক্ষ্যে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মেহেরপুরের মানুষও। সেসময় স্থানীয় রাজাকারদের সহায়তায় নারকীয় হত্যাযজ্ঞ চালায় পাকিস্তানী সৈন্যরা। শহীদ হয় নারী-বৃদ্ধ-শিশুসহ অসংখ্য মানুষ। এ’সব শহীদদের জায়গা হয় গণকবরে। স্বাধীনতার পর মুক্তিযোদ্ধারা এ’সব গণকবর সংরক্ষণে প্রাচীর তৈরি করেন। তবে, বেশ কিছু গণকবরের সীমানা দেয়াল না থাকায় বিলিন হওয়ার পথে সেগুলো। মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের দাবি, এসব কবর সংরক্ষণসহ স্মৃতিসৌধ নির্মাণের। শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবিও জানানো হয়েছে। এ’সব গণকবর সংরক্ষণ করা না হলে, নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধের অনেক কিছুই জানতে পারবে না বলেও মনে করেন তারা।
Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি