মেহেরপুরে ভৈরব নদ খনন করা হলেও, নাব্যতা নিয়ে উদ্বিগ্ন
প্রকাশিত : ১৩:৩২, ৪ জুন ২০১৭ | আপডেট: ১৯:৩৪, ৪ জুন ২০১৭

মেহেরপুরে ভৈরব নদের খনন প্রায় শেষের দিকে। তবে মাটি শাসন ব্যবস্থা না থাকায় কাজ শেষ হওয়ার আগেই কোথাও কোথাও ধসে পড়ছে মাটি। ফলে ৭১ কোটি টাকা ব্যয়ে নদ খনন করা হলেও, নাব্যতা নিয়ে উদ্বিগ্ন নদী পাড়ের মানুষ।
২০১১ সালের ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবসের অনুষ্ঠানে ভৈরব নদ খননের প্রতিশ্র“তি দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে পানি উন্নয়ন বোর্ডের অধিনে এবং বাংলাদেশ নৌবাহিনীর তত্ত্বাবধানে ২০১৫ সালের ২৩ এপ্রিল শুরু হয় এর খনন কাজ।
তবে মাটিশাসন ব্যবস্থা না থাকায় খননের পর বর্ষায় পানির তোড়ে ভেঙ্গে যাচ্ছে নদের পাড়। স্থানীয়দের কেউ কেউ আবার পাড়ের মাটি কেটে নিয়ে ভরাট করছেন নিচু জমি, পুকুর ও ডোবা। ফলে নাব্যতা টিকিয়ে রাখা নিয়ে চিন্তিত নদী পাড়ের মানুষ।
এদিকে প্রকল্পে নদের পাড় শাসনের নির্দেশনা নেই দাবি করে বাস্তবায়ন কর্মকর্তা বলেন, এজন্য বনায়নের প্রয়োজন। আর মাটি কিছুটা বসে যাবার পর গাছ লাগানোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।
শিগগিরই পদক্ষেপ না নেয়া হলে নদের খনন কাজের সুফল দীর্ঘস্থায়ী হবে না বলে মনে করেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন