মোটরসাইকেল-অটোরিকশা সংঘর্ষ, রাবি ছাত্র ফাহমিন নিহত
প্রকাশিত : ১২:২৮, ৪ সেপ্টেম্বর ২০২৫

রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় ইফতেখার ইসলাম ফাহমিন (২৩) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদনপুর গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় অটোরিকশাচালককে আটক করেছে পুলিশ। সেইসঙ্গে অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
নিহত ফাহমিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের (২০১৯-২০) শিক্ষাবর্ষের ছাত্র ও ঢাকা মহানগরের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাবি ছাত্র ফাহমিন তার বন্ধু মিরাজের সঙ্গে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। পথে বিনোদপুর গেটের সামনে পৌঁছালে একটি অটোরিকশা হঠাৎ উল্টো দিকে ঘুরে দাঁড়ালে সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুর খবরে বন্ধু-বান্ধব ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় এক বাসিন্দা বলেন, এ দুর্ঘটনা সম্পূর্ণ রিকশাচালকের অসতর্কতার কারণে ঘটেছে। তাকে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।
নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক বলেন, অভিযোগ না থাকায় লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অটোরিকশাচালকে আটক করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এএইচ
আরও পড়ুন