ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

মোদিকে কি সত্যি অনুরোধ করেছেন পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমির?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ১ মে ২০২৫ | আপডেট: ২১:৫৬, ১ মে ২০২৫

Ekushey Television Ltd.

কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার পর পাকিস্তানি তারকাদের নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত সরকার। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের একটি ইনস্টাগ্রাম পোস্ট।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন বলছে, ভারতের নেটদুনিয়া থেকে নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি তারকাদের। আর এ নিষিদ্ধ ঘোষণার জন্য অভিনেত্রী হানিয়া দায়ী করেছেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরকে।

হানিয়ার ভাইরাল পোস্টে লেখা, কাশ্মীরে যে কাণ্ড পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির ঘটিয়েছেন, তার জন্য পাকিস্তানের গোটা বিনোদন জগতে প্রভাব পড়েছে। ভারতে পাকিস্তানি শিল্পীর সামাজিকমাধ্যমও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে।

ওই পোস্টে আরও লেখা হয়, আমি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে অনুরোধ করছি, আমরা পাকিস্তানের সাধারণ মানুষ, আমরা ভারতীয়দের কোনো ক্ষতি করিনি। কিছু জঙ্গি ও পাকিস্তানি সেনা রয়েছেন কাশ্মীরের ঘটনার পিছনে, যা পদক্ষেপ করার তা জঙ্গি ও পাকিস্তানি সেনাদের বিরুদ্ধে করুন, সাধারণ মানুষকে ছেড়ে দিন।

এমন স্ট্যাটাস অর্ন্তজালে ছড়িয়ে পড়তেই মন্তব্যের ঘরে নেটিজেনদের একদল হানিয়ার বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন। আবার অনেক নেটিজেন দাবি করেছেন হানিয়ার ওই আইডিটি ভুয়া।
 
সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রী হানিয়া ভাইরাল পোস্টটি প্রসঙ্গে ইতিবাচক কোনো অফিশিয়াল বক্তব্য এখনও দেননি। মন্তব্যটি তার নয়, এমনও কোনো বিরোধিতা প্রকাশ করেননি। তাই ভাইরাল স্ট্যাটাসটি সত্যি হানিয়া আমিরের কি না, তা এখনও জানা যায়নি।

প্রসঙ্গত, গেল ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন পর্যটক, গুরুতর আহত হন আরও ২০। এরপরই প্রতিবাদে সোচ্চার হোন তারকারা।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি