ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

মোরায় ক্ষতিগ্রস্থ ১৬ জেলায় ১ হাজার ৭শ মেট্রিক টন চাল বরাদ্দ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৮, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৯:৩৬, ৩১ মে ২০১৭

Ekushey Television Ltd.

ঘুর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্থ ১৬ জেলায় ১ হাজার ৭শ মেট্রিক টন চাল বরাদ্দ দিয়েছে ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়।
বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে ঘুর্ণিঝড় মোরায় ক্ষয়ক্ষতির সরকারি হিসেব তুলে ধরেন অতিরিক্ত সচিব গোলাম মোস্তফা। তিনি জানান, দক্ষিণাঞ্চলের ১৬ টি জেলায় ৩১ টি উপজেলায় ঝড়ের কবলে ক্ষতিগ্রস্থ হয়েছে। এতে ৫৪ হাজার পরিবারের ২ লাখ ৮৬ হাজার ২৪৫ জন ক্ষতিগ্রস্থ হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে কক্সবাজারের ২ লাখ ৩৬২ হাজার ৬৯৫ জন মানুষ। ক্ষয়ক্ষতির পরিমান হিসেব করে ক্ষতিগ্রস্থ এলাকায় বরাদ্দকৃত ত্রাণসামগ্রী দ্রুত পৌঁছে দেবার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সিংক : গোলাম মোস্তফা, অতিরিক্ত সচিব, ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি