ঢাকা, বৃহস্পতিবার   ০১ মে ২০২৫

মোহামেডানকে ১০৪ রানে হারিয়েছে রুপগঞ্জ

প্রকাশিত : ২০:১০, ১২ জুন ২০১৬ | আপডেট: ২০:১০, ১২ জুন ২০১৬

Ekushey Television Ltd.

প্রিমিয়ার ক্রিকেট লিগে মোহামেডানকে ১০৪ রানে হারিয়েছে রুপগঞ্জ। এদিকে, বিকেএসপিতে তামিম ইকবালের অসৌজন্যমূলক আচরণে আবাহনী-প্রাইম দোলেশ্বরের ম্যাচ স্থগিত করা হয়েছে। এছাড়া, প্রাইম ব্যাংককে ২৩ রানে হারিয়েছে ভিক্টোরিয়া। মিরপুরে লিজেন্ডস অব রুপগঞ্জের বিপক্ষে জয়ের জন্য ২৩৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ১২৮ রানে থেমে যায় মোহামেডানের ইনিংস। এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ২৩২ রান করে রুপগঞ্জ। দলের পক্ষে সর্বোচ্চ ৫৯ রান করেন মোহাম্মদ মিথুন। বিকেএসপিতে আবাহনীর ১৯১ রানের জবাবে ব্যাট করতে নামে প্রাইম দোলেশ্বর। তারা ২ উইকেটে ৫৯ রান সংগ্রহের পর আম্পায়ারের একটি সিদ্ধান্তের প্রতিবাদ জানান আবাহনীর অধিনায়ক তামিম। তার অখেলোয়াড়সুলভ আচরণের কারনে ম্যাচ স্থগিত করেন ম্যাচ রেফারি। ফতুল্লায় ভিক্টোরিয়ার বিপক্ষে ২৭৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে ২৪৯ রানে থেমে যায় প্রাইম ব্যাংকের ইনিংস।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি