
ময়মনসিংহের গৌরীপুরে মাওহা ইউনিয়ন পরিষদের নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছে।
পুলিশ জানায়, গত রাতে মাওহা ইউনিয়নের হালুয়াটি বাজারে প্রচারণা চালানোর সময় দুই চেয়ারম্যান প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে আহত হয় ২০ জন। গুরুতর আহত ২০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে পটুয়াখালীর বড়বিঘাই ইউনিয়নে এক মেম্বার প্রার্থীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।