ঢাকা, শনিবার   ০৯ আগস্ট ২০২৫

ময়মনসিংহে বৃদ্ধা মাকে গোয়াল ঘরে রাখায় শেয়ালে কামড়ানোর অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৪, ১ জুন ২০১৭ | আপডেট: ১৪:৩৫, ১ জুন ২০১৭

Ekushey Television Ltd.

ময়মনসিংহের ফুলবাড়িয়ার তেজপাটুলী গ্রামে সন্তানদের অবহেলায় ৮০বছরের এক বৃদ্ধা মাকে গোয়াল ঘরে রাখায় শেয়ালে কামড়ানোর অভিযোগ ওঠেছে। হাসপাতালে ভর্তির পর বৃদ্ধা মরিয়ম নেছার চিকিৎসায় মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। এই ঘটনায় নিন্দার ঝড় বইছে এলাকাজুড়ে, বিচারের দাবি উঠেছে সন্তানদের।
হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন বৃদ্ধা মরিয়মনেছা। দুপায়ে শেয়ালের কামড়ের ক্ষত। পরম যত্নে নার্স ওষুধ লাগিয়ে দিচ্ছেন। অথচ যাদের কাছ থেকে এই যত্ন টুকু পাওয়ার কথা ছিলো সেখানেই তিনি অবহেলিত।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন মরিয়ম নেছার চিকিৎসায় ৫ সদস্যের মেডিক্যাল বোর্ড কাজ শুরু করেছে।
বৃদ্ধা মরিয়ম নেছাকে গোয়াল ঘরে গরুর সাথে রাখায় গেল ২৭ মে রাতে শেয়ালের দল কামড়ে চলে যায়। এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় হৈচৈ। অবহেলার কথা অকপটে স্বীকারও করলেন ছোট ছেলে।
স্বামী মারা যাওয়ার পর থেকেই বৃদ্ধা পালাক্রমে তিন মাস অন্তর তিন ছেলের কাছে থাকতেন। এরকম জঘন্য ঘটনার বিচার দাবি স্বজন ও এলাকাবাসীর।
বিষয়টি প্রশাসনের নজরে আসায় জেলা সমাজসেবা অধিপদপ্তর মরিয়ম নেছার চিকিৎসাসহ সকল দায়িত্বই পালন করছেন বলে জানান এই কর্মকর্তা।
মায়ের প্রতি অবহেলার অভিযোগে ফুলবাড়িয়া পুলিশ বৃদ্ধার বড় ছেলে মোখলেছুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠালে আদালত তাকে জেল হাজতে পাঠান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি