ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

ময়মনসিংহে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ৫ ফেব্রুয়ারি ২০২২

Ekushey Television Ltd.

চল্লিশ বছর পর ময়মনসিংহে সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠিত হয়েছে। কমিটির সদস্য ২৩ জন। 

শুক্রবার রাত ৮টার দিকে মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় সভাকক্ষে সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠিত হয়।

সভায় সংগঠনের সর্বোচ্চ উপস্থিতিতে প্রস্তাবিত কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক জিয়া উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক কবি মোস্তাফিজুর বাসার ভাষাণী। সহসভাপতি হিসেবে আছেন- নারায়ণ চন্দ্র দাস, এম এ কাশেম, আব্দুল হক শিকদার, আতাউর রহমান, আজহার হাবলু, শিব্বির আহাম্মদ লিটন, আব্দুল মোতালেব লাল, যুগ্ম সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ওয়াহাব মাহমুদ রমজান, দপ্তর সম্পাদক আমজাদ দোলন, সাংস্কৃতিক সম্পাদক মাহবুব হোসেন শরীফ, অর্থ সম্পাদক আনোয়ারা সুলতানা আনু, প্রচার সম্পাদক পার্থ সারথি উকিল, প্রকাশনা সম্পাদক জয়দেব সাহা, নির্বাহী পরিষদ সদস্য মনিরা সুলতানা মনি এমপি, ডা. আমীন বাচ্চু, মিজানুর রহমান মিলন, তপন জোয়ার্দার, সাইফুল এহসান জহির, এস এ অপূর্ণ এবং চৌধুরী অনুপ আমির।

উল্লেখ্য, আশির দশকে সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের আহবায়ক ছিলেন বরেণ্য বুদ্ধিজীবী গোলাম সামদানী কোরায়শী। তার একযুগ পর দায়িত্ব গ্রহণ করেন শিক্ষাবিদ অধ্যক্ষ আমীর আহাম্মদ চৌধুরী রতন। কমিটির বাইরে পাঁচ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির সদস্যদের মধ্যে আছেন শাহাদাত হোসেন খান হীলু, ফরিদ আহমদ দুলাল, ডা. প্রদীপ চন্দ্র কর, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ইমদাদুল হক সেলিম এবং প্রকৃত’র সভাপতি আনোয়ারুল হক রিপন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি