ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

ময়মনসিংহের সাবেক কর পরিদর্শক গ্রেপ্তার

ময়মনসিংহ  প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৮, ৫ নভেম্বর ২০১৯

সাবেক কর পরিদর্শক মোকসেদ আলী গ্রেপ্তার

সাবেক কর পরিদর্শক মোকসেদ আলী গ্রেপ্তার

জ্ঞাত আয় বহির্ভূত (অবৈধ) সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহের সাবেক কর পরিদর্শক মোকসেদ আলীকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। মঙ্গলবার (৫ নভেম্বর) বেলা ৩টায় মহানগরীর চামড়াগুদামস্থ নিজ বাসভবন থেকে মোকসেদ আলীকে গ্রেপ্তার করা হয়।  

মোকসেদ আলীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ দুদক কার্যালয়ের সহকারি পরিচালক সাধন চন্দ্র সূত্রধর জানান, ময়মনসিংহ কর অঞ্চল-২ এ কর্মরত অবস্থায় সাবেক কর পরিদর্শক মোকসেদ আলী ঘুষ-দুর্নীতির মাধ্যমে জ্ঞাত-আয়বহির্ভূত ৭৭ লাখ ৫০ হাজার ১৪৪ টাকা আয় করে।  

তিনি আরও জানান, মোকসেদ আলী দুর্নীতি দমন কমিশনে দেয়া সম্পদের হিসাব বিবরণীতে ৩১ লাখ ৫৭ হাজার ৪০০ টাকা গোপন করেন। দুর্নীতি দমন কমিশন দুদক আইন ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) ধারায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। 

এনএস/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি