ঢাকা, বুধবার   ০৯ জুলাই ২০২৫

ম‌নীষার ওপর হামলার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩৫, ৩০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মেয়র প্রার্থী ডা. মনীষা চক্রবর্তীর ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার সকালে এ হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন মনীষা।

তিনি বলেন, সদর গার্লস স্কুল কেন্দ্রে এসে আমরা দেখলাম যে ভোটের অনিয়ম হচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে দুজন আমাকে ধাক্কা মেরে পেছন থেকে প্রচণ্ডভাবে আঘাত করে এবং আমার হাত থেকে ব্যালট নিয়ে ছিঁড়ে ফেলে। একজন লাল পাঞ্জাবি এবং আরেকজন নীল শার্ট পরা ছিল। আমার কাছে তাদের ছবিও আছে। আমার নখ পর্যন্ত ভেঙে গেছে। একজন মেয়র ক্যান্ডিডেটকে যদি তারা এভাবে আঘাত করে তাহলে তারা নিজেদের কোথায় চিন্তা করছে। তাহলে তো এই নির্বাচন করার আর কোনও অর্থ থাকে না।

তিনি আরও বলেন, আমরা এ বিষয়ে এখনও খোঁজ-খবর নিচ্ছি এবং আমাদের এজেন্টদেরও বিভিন্ন জায়গা থেকে বের করে দেওয়া হয়েছে। ব্যালট, সিল দেওয়া ব্যালট ছিঁড়ে ফেলা হচ্ছে।

উল্লেখ্য, নির্বাচনে অনিয়ম, ভোট কারচুপি, অনিয়মের অভিযোগে বরিশালে বিএনপির মেয়র প্রার্থী মজিবর রহমান সরওয়ার ও ইসলামী আন্দোলনের প্রার্থী ওবায়দুর রহমান ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি