ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

যথাযথ মর্যাদায় মাভাবিপ্রবিতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৩, ১৫ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে শোক দিবস।

বুধবার সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আলাউদ্দিনের নেতৃত্বে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলনের পর প্রসাশনিক ভবনের সামনে থেকে একটি শোক র‍্যালি পুরো ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর  শহীদ মিনারে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ও মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন ড. এ.এস.এম সাইফুল্লাহ, প্রক্টর ড. মো. সিরাজুল ইসলাম, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হল প্রভোস্ট ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান হল প্রভোস্ট ড. পিনাকী দে, শহীদ জিয়াউর রহমান হল প্রভোস্ট ও মাভাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. ইকবাল মাহমুদ, ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদার, সাধারণ সম্পাদক সাইদুর রহমান, রেজিস্ট্রার ড. মো. তৌহিদুল ইসলাম, মাভাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মফিজুল ইসলাম মজনুসহ সব বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষে বাদ যোহর কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও এতিমদের জন্য ভোজের আয়োজন করা হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি