ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

যবিপ্রবির প্রত্যয় ১৫ ব্যাচের `র‌্যাগ ডে` উদযাপন

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ২৬ ফেব্রুয়ারি ২০২০ | আপডেট: ১৫:২৬, ২৭ ফেব্রুয়ারি ২০২০

আনন্দ উচ্ছাস রঙে রূপে এক অপরূপ সাজে সজ্জিত হয়ে এক আনন্দে মেতে উঠেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো কেন্দ্রীয় 'র‌্যাগ ডে' আয়োজন করেছে শিক্ষার্থীরা।

'র‌্যাগ ডে' উপলক্ষে বুধবার বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে কেন্দ্রীয় খেলার মাঠে আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর আলোচনা অনুষ্ঠান ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের দ্বিতীয়ার্ধ অনুষ্ঠিত হয়।

দু'দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মীর মোশাররফ হোসেন, উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিন’স কমিটির আহবায়ক অধ্যাপক ড. আনিসুর রহমান, শিক্ষক সমিতির সভাপতি ড. ইকবাল কবির জাহিদ, কর্মকর্তা সমিতির সভাপতি প্রকৌশলী হেলাল উদ্দিন পাটোয়ারী, শাখা ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শেখ হাসিনা হল শাখা ছাত্রলীগের সভাপতি শিলা আক্তার, প্রত্যয়ী ১৫ র‌্যাগ ডে উদযাপন কমিটির আহবায়ক নাজমুল হোসাইন।

বিদায়ী ব্যাচের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন, শিল্প উৎপাদন ও প্রকৌশল বিভাগের মারুফ হাসান সুকর্ণ।

র‌্যাগ ডের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের ক্যাম্পাস জীবনে পথচলার আনুষ্ঠানিক ইতি ঘটে। স্নাতক সম্পন্নের পর কেউ উচ্চতর ডিগ্রী অর্জনের আবার কেউ চাকুরী জীবনে প্রবেশের মাধ্যমে হাল ধরেন পরিবারের। কর্মজীবনে প্রবেশের মাধ্যমে দেশ গড়ার কাজে নিয়োজিত হন তারা।

কেআই/এসি

 
 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি