ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

যশোরে গরুর হাট থেকে ১০ জেব্রা উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ৯ মে ২০১৮

যশোরের শার্শা উপজেলায় গরুর হাটের খাটাল থেকে ১০টি জেব্রা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। উদ্ধারকৃত জেব্রাগুলোর আনুমানিক মূল্য এক কোটি টাকা। তবে এসময় জোব্রার মালিককে আটক করা সম্ভব হয়নি। ডিবির উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাতমাইল এলাকার ওই গরুর হাট থেকে জেব্রাগুলো উদ্ধার করা হয়। উদ্ধাররের সময় ১০ জেব্রার মধ্যে একটির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। অন্য দেশ থেকে জেব্রাগুলো বাংলাদেশে আনা হয় এবং পরে এগুলো ভারতে পাচারের জন্যই যশোরের শার্শার সাতমাইলে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

জেলা ডিবির উপ-পরিদর্শক (এসআই) মুরাদ হোসেন জানান, শার্শার সাতমাইল গরুর হাটের খাটালে ১০টি জেব্রা খুঁটির সঙ্গে বেঁধে রাখা ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেব্রাগুলো উদ্ধার করে পুলিশ। প্রশাসনের দৃষ্টি এড়াতে ঢাকা থেকে জেব্রাগুলোকে কার্টনে ভর্তি করে আনা হয়। বুধবার জেব্রাগুলোকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই ডিবি কর্মকর্তা।

একে// এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি