ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

যশোরে ডাক্তার হত্যা মামলায় সাবেক সাংসদসহ ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত : ১১:৫৫, ৪ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৫, ৪ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

যশোরের অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আকরাম আলী মোল্লা হত্যা মামলায় সাবেক সংসদ সদস্যসহ ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে খুলনা বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এম এ রব হাওলাদার এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন যশোর-৪ আসনের জাতীয় পার্টির সাবেক এমপি এস এম আমিন উদ্দিন, অভয়নগর থানা বিএনপির সাধারণ সম্পাদক কাজী গোলাম হায়দার ডব্লিউ, সাবেক পৌর কাউন্সিলর আসাদুল্লা আসাদ, যুবদল নেতা জিএম বাচ্চু, ইউশা মোল্লা, ছাত্রদল নেতা হাবিবুর রহমান, সৈয়দ আলী মিস্ত্রী ও অভয়নগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক। রায়ে ৪ জনকে বেকসুর খালাস দেয়া হয়েছে। ২০০৬ সালের ১৩ আগস্ট রাতে বোমা হামলায় নিহত হন আকরাম আলী মোল্লা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি