ঢাকা, বুধবার   ০৭ মে ২০২৫

যশোরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৩, ১৯ মে ২০১৮

Ekushey Television Ltd.

যশোরের অভয়নগরে র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন জনের মৃত্যু হয়েছে। তবে পরিবারের দাবি, তাদের র‌্যাব পরিচয়ে ধরে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এবিষয় জেলার অতিরিক্ত পুলিশ সুপার সালাহউদ্দিন সিকদার বলেন, “শনিবার ভোরে বাগদা মাঠে র‌্যাব ৬-এর বিশেষ অভিযানে গেলে তাদের সঙ্গে গোলাগুলি হয়। এসময় তিন জন নিহত হয়। তবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এদিকে নওয়াপাড়া পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আজিম শেখ অভিযোগ করেছেন, তার বড় ভাই হাবিবুর রহমান শেখসহ (৪২) তিনজনকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।

“বৃহস্পতিবার তাদের যার যার বাড়ি থেকে সাদা পোশাকে র‌্যাব পরিচয়ে ধরে নেওয়া হয়। এরপর কোথাও তাদের খোঁজ মেলেনি। শনিবার সকালে তাদের মৃত্যুর খবর পাই।”

নিহত অন্য দুইজনের নাম সুমন পাটোয়ারি (৪৪) ও আবুল কালাম (৪৭) বলে তিনি জানান।

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা সালাহউদ্দিন সিকদার জানিয়েছেন।

 টিআর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি