ঢাকা, শুক্রবার   ০২ মে ২০২৫

গাজীপুর সিটি নির্বাচন (ভিডিও)

যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবে ভোটাররা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪০, ৭ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৪:৪৬, ৭ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

কতটুকু প্রতিশ্রুতি রক্ষা করতে পেরেছিলেন গাজীপুরের প্রথম সিটি নির্বাচনের মেয়র-কাউন্সিলররা, ১৫ মে দ্বিতীয়বার ভোটের আগে- এনিয়ে শুরু হয়েছে হিসেবনিকেশ। ভোটাররা দাবি করছেন, বেশিরভাগ প্রতিশ্রুতিই রক্ষা করতে পারেননি জনপ্রতিনিধিরা। এবারের নির্বাচনে তাই যাচাই-বাছাই করে যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করার আগ্রহ প্রকাশ করেছেন গাজীপুরবাসী।
সিটি করপোরেশন হিসেবে গাজীপুরের যাত্রা শুরু হয় ২০১৩ সালে ১৬ জানুয়ারি। সেবছর ৬ জুলাইয়ে প্রথমবারের মতো নির্বাচিত জনপ্রতিনিধিরা কতটুকু অবদান রেখেছেন স্থানীয় উন্নয়নে, এখন চলছে তার হিসেবনিকেশ। ভোটাররা বলছেন, বেশিরভাগ নির্বাচনি প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থ হয়েছেন মেয়র কাউন্সিলররা।  
আগামী মাসের নির্বাচনে এর প্রভাব পড়বে বলেও জানান ভোটাররা। তাদের অভিযোগ, সিটি করপোরেশন এলাকায় দীর্ঘমেয়াদী ও পরিকল্পনামাফিক তেমন কোনো উন্নয়ন কর্মকান্ড হয়নি। নির্বাচনের আগে উঠে আসে নানা জনদুর্ভোগের কথাও।
যারা প্রত্যাশিত উন্নয়ন করে দেখাতে পারবেন, এবারের নির্বাচনে তাদেরকে বিজয়ী করতে চায় গাজীপুর সিটি করপোরেশনের নাগরিকরা।   

বিস্তারিত ভিডিওতে দেখুন :


এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি