ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে মনোরেল কিংবা মেট্রোরেল চালুর পরামর্শ

প্রকাশিত : ১৬:১৩, ১৬ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৬:১৩, ১৬ সেপ্টেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রাম মহানগরীর যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে মনোরেল কিংবা মেট্রোরেল চালুর পরামর্শ দিয়েছেন সরকারের নীতিনির্ধারকরা। তবে, মনোরেল কিংবা মেট্রোরেল নয়, ফ্লাইভারের মাধ্যমেই সমস্যার সমাধান হবে বলে মনে করে নগর উন্নয়ন সংস্থা- সিডিএ। ২০১৪ সালের ১২ নভেম্বর আনুষ্ঠানিক উদ্বোধনের পর চট্টগ্রাম মহানগরীর মুরাদপুর থেকে লালখান বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই ফ্লাইওভারটি নির্মাণ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ- সিডিএ। ফ্লাইওভার নির্মাণের কারণে সড়ক অপ্রশস্ত হওয়ায় অধিকাংশ রাস্তায় যানজট হচ্ছে। অপরিকল্পিতভাবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে কিংবা ফ্লাইওভার নির্মাণ না করে মনোরেল বা মেট্রোরেল চালুর পরামর্শ দিয়েছেন সেতুমন্ত্রী। তবে, এতে বন্দরনগরীর যানজট সমস্যার সমাধান হবে বলে মনে করেন না নগর উন্নয়ন সংস্থা সিডিএ’র চেয়ারম্যান। যানজট থেকে নগরবাসীকে মুক্তি দিতে সরকারের কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে বন্দরনগরীবাসী।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি