ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছিলো, তাদের দলও অবৈধ মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ২০:১০, ৩ নভেম্বর ২০১৬ | আপডেট: ২০:১১, ৩ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

পঁচাত্তরের এর পর যারা অবৈধভাবে ক্ষমতায় এসেছিলো, তাদের দলও অবৈধ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে, জেলহত্যা দিবসের শোকসভায় প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তি যাতে আর ক্ষমতায় আসতে না পারে, সেজন্য জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিলো। সাজার ভয়ে বেগম খালেদা জিয়া আদালত এড়িয়ে চলছেন বলেও মন্তব্য করেন তিনি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চার নেতাকেও জেলখানায় হত্যা করা হয় ৭৫ এর ৩রা নভেম্বর। জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত শোকসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, স্বাধীনতার চেতনা ধ্বংস করতে চাইলেও তা পারেনি ঘাতকের দল। ১৫ আগস্টের হত্যাকাণ্ড ও জাতীয় চার নেতা হত্যায় জিয়াউর রহমান জড়িত ছিলো বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। অবৈধভাবে ক্ষমতা দখলকারী সব শাসকের দলও অবৈধ বলে মন্তব্য করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতাবিরোধীদের পৃষ্ঠপোষক খালেদা জিয়ার সৎ সাহস নেই বলেই আদালত এড়িয়ে চলছেন। নির্বাচন ও গণতন্ত্র নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, যারা ভোট চুরিতে বিশ্বাসী, তাদের মুখে গণতন্ত্রের কথা শোভা পায় না।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি