ঢাকা, রবিবার   ২৪ আগস্ট ২০২৫

‘যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ২৪ আগস্ট ২০২৫ | আপডেট: ১৭:৩৬, ২৪ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

বাংলাদেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া। সম্প্রতিদেশের একটি জাতীয় দৈনিক আয়োজিত ‘কথায় কথায় বহুদূর’ শিরোনামের একটি অনুষ্ঠানে এসব কথা বলেন ফারিয়া। 

অনুষ্ঠানে শবনম ফারিয়া বলেন, ‘আমাদের দেশে যারাই ক্ষমতায় আসবে তারাই চুরি করবে। আমি চাই, এমন কেউ ক্ষমতায় আসুক, যারা একটু রয়ে-সয়ে চুরি করুক। চুরি করবেই, আমি জানি। মানে চুরি করবে না, এটা হবে না আমাদের দেশে। এটা আমাদের রক্তে নেই।’
 
এখন আগের চেয়ে মত প্রকাশের স্বাধীনতা অনেক বেশি বলে মন্তব্য করেছেন শবনম ফারিয়া। তবে সেই স্বাধীনতা সবাই পাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে তার। 

অভিনেত্রী বলেন, ‘সবাই যে মত প্রকাশের স্বাধীনতা পাচ্ছে, তা তো নয়। মত প্রকাশের যদি স্বাধীনতা পায়, তাহলে যে সরকার চলে গেল তাদেরও কথা বলতে দিতে হবে। আপনি মত প্রকাশের স্বাধীনতা দিয়ে বলছেন সবাই কথা বলবে, বাট ওরা কথা বলবে না। তাহলে তো আপনি এখানে ফেয়ার না।’
 
মব কালচার প্রসঙ্গে ফারিয়া বলেন, ‘সরকারের অনেক জিনিস আমি অ্যাপ্রিশিয়েট করি। তবে অনেক জিনিস আছে, যা অ্যাপ্রিশিয়েট করি না। এই যে একটা মব কালচার তৈরি হয়েছে, সরকার কন্ট্রোল করতে পারছে না। সরকারের এই ক্ষমতা নেই বলে আপনার মনে হয়? এই যে ৩২ নম্বর বাড়ি ভাঙার সময় সরকার কোনো বাধাই দিতে এলো না। হয়তো দিয়েছে, তবে সেটা আমার চোখ পর্যন্ত আসেনি।’

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি