ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে আসামির গুলিতে ৩ পুলিশ কর্মকর্তা নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ৩ জুলাই ২০২২ | আপডেট: ১২:৪৩, ৩ জুলাই ২০২২

যুক্তরাষ্ট্রের কেন্টাকি অঙ্গরাজ্যে একটি পাহাড়ি এলাকায় পারিবারিক নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাসহ তাকে ধরতে গেলে, তার ছোঁড়া গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুন) রাতে কেন্টাকিতে ওই পারিবারিক নির্যাতনের অভিযোগে দায়ী ব্যক্তির বাড়িতে এই ঘটানা ঘটে। 

জানা যায়, হামলার অভিযোগে ৪৯ বছর বয়সী ওই ব্যক্তিতে থানা হেফাজতে নেওয়া হয়েছে। 

এ ব্যাপারে ফ্লয়েড কাউন্টি শেরিফ জন হান্ট বলেছেন, “পুলিশ কর্মকর্তারা যখন লোকটির বাড়িতে পৌঁছেছিলেন তখন তারা ‘শুদ্ধ নরকের’ মুখোমুখি হন।”

মাত্র ১৬৬ জনসংখ্যার পূর্ব কেন্টাকির পাহাড়ি ছোট শহর অ্যালেনের ঘটনাস্থল থেকে আরও চারজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবারের ওই হামলার ঘটনায় নিহত পুলিশ সদস্যরা হলেন, ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলিয়াম পেট্রি এবং ডগ স্কোয়াডের জ্যাকব চ্যাফিন্স।

হামলায় কে৯ ড্রাগো নামের একটি কুকুরও মারা গেছে।

সূত্র: বিবিসি

আরএমএ/ এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি