ঢাকা, বৃহস্পতিবার   ৩১ জুলাই ২০২৫

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত দিদারুলের বাড়ি কুলাউড়ায় শোক

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১১:১৪, ৩০ জুলাই ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটানের মধ্যাঞ্চলে একটি বহুতল অফিস ভবনে বন্দুকধারীর গুলিতে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কর্মকর্তা বাংলাদেশী বংশোদ্ভুত দিদারুল ইসলাম রতন নিহত হয়েছেন। দিদারুল ইসলাম মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকার বাসিন্দা। তার মৃত্যুতে জেলাজুড়ে বইছে শোক।

দিদারুল ইসলাম ২০০৯ সালে পরিবারের সাথে আমেরিকায় যান। সেখানে গিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে নিউইয়র্ক পুলিশে যোগ দেন। দেশে থাকাবস্থায় রতন কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কুলাউড়া ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাস করেন।

নিহতের ফুফু তাহেরা বেগম দুলি জানান, নিহত দিদারুল ইসলাম রতনে বয়স ৩৬। পিতার নাম মো. আব্দুর রব ও মাতার নাম মিনারা বেগম। নাঈমা ও নাদিমা নামে রতনের দুই বোন রয়েছেন। 

রতন প্রায় সাড়ে তিন বছর ধরে নিউইয়র্ক পুলিশে নিষ্ঠার সঙ্গে কাজ করছিলেন। তাঁর স্ত্রী এখন অন্তঃসত্ত্বা। ব্রঙ্কস বরোর পার্চেস্টার এলাকায় তিনি বসবাস করতেন। তবে রতনের লাশ দেশে আসবে কিনা এখনো ঠিক হয়নি বলে জানান তার ফুফু।

তিনি বলেন, নিউইয়র্কে থাকা স্বজনদের মাধ্যমে সোমবার জানতে পারেন তার ভাইপো রতন সন্ত্রাসীর গুলিতে নিহত হয়েছেন। রতন খুবই ভালো শান্তশিষ্ট ও মেধাবী ছেলে ছিল। তাঁর মর্মান্তিক মৃত্যুতে নিউইয়র্কে থাকা রতনের বাবা-মা, স্ত্রী ও বোন তাকে হারিয়ে বিলাপ করছেন।

রতনের গ্রামের বাড়ি বড়লেখা উপজেলার সদর ইউনিয়নের শিক্ষারমহল গ্রামে। তার বাবা আব্দুর রব একসময় মধ্যপ্রাচ্যর দেশ কুয়েতে ছিলেন। প্রায় দুই যুগ আগে বড়লেখা থেকে কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় বাসা নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করেন। ২০০৯ সালে রতনের মামার আবেদনের প্রেক্ষিতে পরিবারের সকল সদস্যদের সাথে আমেরিকায় পাড়ি জমায় রতন।

মাগুরা এলাকার বাসিন্দা সাংবাদিক নাজমুল বারী সোহেল বলেন, রতন আমার এলাকার বাসিন্দা। দেশে থাকাবস্থায় সে একজন ভালো খেলোয়াড় ছিল। প্রায় ১৬ বছর ধরে রতন নিউইয়র্কে বসবাস করছে। সেখানে বন্দুকধারীর গুলিতে নিহত হওয়ার খবর শুনে তাঁর বাসায় ছুটে আসি। তাঁর মর্মান্তিক মৃত্যুতে মাগুরাসহ কুলাউড়ার শোকের ছায়া নেমে এসেছে।

এ ঘটনায় শোক প্রকাশ করেছে কুলাউড়া থানা পুলিশ। মৌলভীবাজার কুলাউড়া থান অফিসার ইনচার্জ, মো: ফারুক আহমদ জানান, দিদারুল নিহত হওয়া একটি মর্মান্তিক ঘটনা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় শেন তামুরা নামের ২৭ বছরের এক যুবক এ হামলা চালালে তিনিসহ ৫ জন নিহত হন। তার বাড়ি কুলাউড়া উপজেলার মাগুরা এলাকায়। তবে এই বাড়িতে তারা কেউ থাকেন না। বাড়িটিতে রয়েছেন ভাড়াটিয়ারা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি