ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৫

প্রকাশিত : ১১:১৭, ১৬ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৩০, ১৬ ফেব্রুয়ারি ২০১৯

মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে এক বন্দুকধারীরর গুলিতে ৫ জন নিহত হয়েছেন। একই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। শুক্রবার ওই অঙ্গরাজ্যটির অরোরা অঞ্চলে একটি উৎপাদনশীল কোম্পানিতে এ ঘটনা ঘটে।

পুলিশের সাথে গুলি বিনিময়ের সময় ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। এদিকে পুলিশের পাঁচ জন সদস্যও আহত হয়েছেন।  

আরোরা পুলিশের প্রধান ক্রিশ্চেন জিম্যান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

তিনি আরো জানান, বন্দুকধারীর নাম গ্যারি মার্টিন (৪৫)। তিনি ওই কারখানারই একজন কর্মচারী ছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী জন প্রোবস্ট এবিসি সংবাদ মাধ্যমকে বলেন, ‘হঠাৎ করেই চোখে পড়ে, একজন সহকর্মী হাতে বন্দুক ও লেজার লাইট নিয়ে অগ্রসর হচ্ছেন। এর মধ্যেই একজন রক্তাক্ত অবস্থায় অফিসের ভেতরে আসতে আসতে বলেন, ওই ব্যক্তি আক্রমণ চালাচ্ছে। তার পরই ওই বিল্ডিংটি থেকে আমরা সরে যাই। আমরা শুনেছি, এর মধ্যে আরো অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।’

এই ঘটনার কারণ সম্পর্কে এখনো পুলিশ নিশ্চিতভাবে কিছু বলতে পারেনি। তবে, শিকাগো সান টাইমস সংবাদ  মাধ্যম আক্রমণকারীর পরিবারের বরাত দিয়ে জানায়, গ্যারি মার্টিনকে দুই সপ্তাহ আগে ওই কারখানা থেকে বের করে দেওয়া হয়েছিল। এ কারণে তিনি অনেক হতাশার মধ্যে ছিলেন।

তথ্যসূত্র: বিবিসি

এমএইচ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি