ঢাকা, বুধবার   ০৬ আগস্ট ২০২৫

যুক্তরাষ্ট্রে ভিসা আবেদনের নতুন নিয়ম, গুনতে হতে পারে বাড়তি ডলার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ৬ আগস্ট ২০২৫

Ekushey Television Ltd.

কয়েকটি দেশের নাগরিকদের পর্যটন কিংবা ব্যবসায়িক ভিসা আবেদনের জন্য সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড চাইতে পারে আমেরিকা। মঙ্গলবার (৫ আগস্ট) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। বিবিসি বাংলার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব বিদেশি নাগরিক আমেরিকায় ব্যবসায়িক কাজের জন্য সাময়িক ভ্রমণ (বি১) কিংবা পর্যটন (বি২) ভিসার জন্য আবেদন করবেন এবং যেসব দেশ থেকে আসা নাগরিকদের ভিসার অতিরিক্ত মেয়াদে থাকার হার বেশি, যেসব দেশে স্ক্রিনিং ও যাচাই-বাছাই ব্যবস্থা দুর্বল কিংবা বিনিয়োগের বিনিময়ে নাগরিকত্ব দিয়ে থাকে তারা এই পাইলট প্রকল্পের আওতায় পড়তে পারে।

এদিকে সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, প্রাথমিক পর্যায়ে মালাউই ও জাম্বিয়ার নাগরিকদের জন্য আমেরিকায় ভ্রমণ বা ব্যবসায়িক ভিসা নিতে হলে এখন থেকে ১৫ হাজার ডলার জামানত জমা দিতে হবে। ভবিষ্যতে অন্য আরও দেশকেও এই ধরনের জামানত প্রদানের আওতায় আনা হতে পারে। ভ্রমণ শেষে আমেরিকা ত্যাগ করলে এই অর্থ ফেরত দেওয়া হবে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এই সিদ্ধান্ত তার প্রশাসনের অবৈধ অভিবাসন ঠেকানোর কর্মসূচিরই অংশ। প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার দিনই ট্রাম্প এক নির্বাহী আদেশে এমন দিকনির্দেশনা দেন।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের ২০২৩ সালের তথ্য অনুযায়ী, মালাউইর প্রায় ১৪ শতাংশ ভিসাধারী আমেরিকায় নির্ধারিত সময়ের চেয়ে বেশি দিন অবস্থান করেন। জাম্বিয়ার ক্ষেত্রে এই হার ১১ শতাংশ। ‘ওভারস্টে’ হারের দিক থেকে আরও কয়েকটি দেশের মধ্যে রয়েছে হাইতি (৩১ শতাংশ), মিয়ানমার (২৭ শতাংশ) ও ইয়েমেন (২০ শতাংশ)।

এসএস//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি