ঢাকা, মঙ্গলবার   ২১ মে ২০২৪

যুবসমাজ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ বিশেষজ্ঞদের

প্রকাশিত : ১৪:০৯, ১২ আগস্ট ২০১৬ | আপডেট: ১৪:০৯, ১২ আগস্ট ২০১৬

তরুণ সমাজকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত হলেও বর্তমানে নানা কারনে তারা ঝুঁকে পড়ছে সন্ত্রাস ও জঙ্গীবাদে। ভয়ঙ্কর এ ব্যাধি থেকে যুবসমাজ রক্ষায় সামাজিক আন্দোলন গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ্য সাংস্কৃতিক চর্চা বাড়ানোরও তাগিদ  তাদের। যাদের চোখে স্বপ্ন দেখে দেশ, পুরো জাতি সেই স্বপ্নসারথি যুবসমাজ আজ বিপথগামী। ব্রিটিশবিরোধী আন্দোলনে এ দেশের তরুণ-যুবকরাই বেশি ভূমিকা পালন করে। তিতুমীর থেকে মাস্টারদা সূর্যসেন, ক্ষুদিরাম-প্রীতিলতা আজ ইতিহাস। বায়ান্নর ভাষা আন্দোলন যে জাতীয়তাবাদের সূচনা করে, ৭১-এ সেই চেতনায় স্বাধীন হয় এদেশ। কিন্তুু কেন যুবসমাজ আজ বিপথগামী? তাদের দেশাত্ববোধ জাগ্রত করতে সংকট কোথায়! বিশেষজ্ঞদের মত বাড়াতে হবে সচেতনতা ও জাগাতে হবে দেশপ্রেমের চেতনা। এই যুবসমাজকে অর্থনৈতিক ও রাজনৈতিক কর্মসুচিতে রাখা উচিত বলেও মনে করেন তারা। আর শিক্ষাঙ্গনে রাজনীতি নিয়ন্ত্রন, নাট্যচর্চা ও সংস্কৃতিক কর্মকান্ডে যুক্ত হবার পাশাপাশি দেশ গড়ার কাজে তরুণদের এগিয়ে আসতে হবে বলে মনে করেন এই আইনজ্ঞ। এছাড়া, মানবিকতার গুনাবলি সর্ম্পকে আরো বেশি দায়িত্বশীল হবার পরামর্শও তাঁর। যুবসমাজকে মূলধারায় ফেরাতে পারে উপযুক্ত শিক্ষা। এছাড়া, জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত করার মাধ্যমে বিশ্ব নাগরিক করে গড়ে তোলার ব্যবস্থা থাকা জরুরী বলেও মনে করেন বিশেষজ্ঞরা।
Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি