ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যেখানে হাজার হাজার শিশু মারা যাচ্ছে সেখানে কোন জয় নেই: জাতিসংঘ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ২ নভেম্বর ২০২৩ | আপডেট: ১০:৫১, ২ নভেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

জাতিসংঘের শিশু অধিকার কমিটি বলেছে, যেখানে হাজার হাজার শিশু মারা যাচ্ছে সেখানে কারো কোন জয় নেই। গাজা উপত্যকায় ভয়াবহভাবে মানবাধিকার লংঘনের তীব্র নিন্দা জানিয়েছে কমিটি।

বুধবার এ কথা বলেছে জাতিসংঘের শিশু অধিকার রক্ষা কমিটি। 

আন্তর্জাতিকভাবে শিশু অধিকার রক্ষায় কাজ করা এই কমিটি ইসরাইল হামাস যুদ্ধে শিশুদের দুর্ভোগে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

কমিটি এক বিবৃতিতে বলেছে, গাজায় শিশুদের বিরুদ্ধে মানবাধিকার লংঘনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। যেখানে হাজার হাজার শিশু মারা  যাচ্ছে সেখানে কেউ জয়ী হতে পারে না।

এছাড়া হামাসের কাছে জিম্মি হিসেবে আটক থাকা শিশুদের নিয়েও গভীর উদ্বে প্রকাশ করেছে জাতিসংঘ কমিটি।

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত ৮,৮০০ লোক নিহত হয়েছে। আহত হয়েছে ২২ হাজারেরও বেশি লোক।

গত ৭ অক্টোবর হামাস ইরাইলে হামলা চালালে ইসরাইলও গাজায় পাল্টা আক্রমণ শুরু করে। এ আক্রমণ অব্যাহতভাবে চলছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি