ঢাকা, রবিবার   ০৪ মে ২০২৫

যৌন হয়রানির অভিযোগে শিক্ষক পলাতক

প্রকাশিত : ১১:৪২, ২০ জুলাই ২০১৬ | আপডেট: ১১:৪২, ২০ জুলাই ২০১৬

Ekushey Television Ltd.

যে শিক্ষক নীতি-নৈতিকতার শিক্ষা দেন, তারই স্খলন নৈতিকতার। দিনাজপুরে এমনই এক শিক্ষক আলতাফুর রহমানের শাস্তির দাবিতে বিক্ষোভে নেমেছে মানুষ। তিনি শুশুলী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ওই শিক্ষক পলাতক। শিক্ষক আলতাফুর রহমানের গ্রেফতার ও বিচারের দাবিতে এভাবেই আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। বেশকিছুদিন ধরেই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে নানাভাবে উত্যক্ত করছিলেন শিক্ষক আলতাফুর। গত ১১ জুলাই পরীক্ষার সময় তাকে অশ্লীল কথা বলে যৌন হয়রানি করে। শুধু তাই না, কিশোরীর বাড়িতে গিয়েও উত্যক্তের চেষ্টা করা হয়। পরিবারের দাবি, বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানানো হলেও, তিনি ব্যবস্থা নেননি। অবশ্য, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলছেন, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এ নিয়ে মামলা হয়েছে। গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয়দের দাবি, অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের গ্রেপ্তারের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি