ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৯, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রংধনু গ্রুপের পরিচালক ও রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে।

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর ভাটারা এলাকা থেকে মিজানকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ডিবি পুলিশ।  

বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহতের ঘটনায় দায়ের করা মামলাসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে ডিবি।

গ্রেপ্তারের পর মিজানকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে বলেও জানা গেছে।

 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি