ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫

রংপুর ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির উন্নতি

প্রতিনিধিদের খবর

প্রকাশিত : ১০:৪৫, ৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

তিস্তা নদীর পানি কমায় রংপুর ও লালমনিরহাটে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হয়েছে। চরাঞ্চল ও নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সকাল ৬টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

ব্যারাজের ভাটিতে থাকা হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চলগুলোর বাড়িঘর থেকে পানি সরতে শুরু করেছে।

আমন বীজতলা ও রোপা আমন ক্ষেত থেকে পানি নেমে যাওয়ায় ক্ষয়ক্ষতির আশংকা কম, বলছে কৃষিবিভাগ। 

বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসি মানুষদের জন্য ৩ হাজার ১শ’ শুকনো খাবার প্যাকেট ও ৮৪ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে। বানভাসিদের চাহিদার তুলনায় তা অপ্রতুল। 

আজ জেলার বিভিন্ন এলাকায় সরকারিভাবে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবে বলে জানা গেছে। 

পানিবন্দি মানুষদের তালিকা করার কাজ চলছে। এছাড়াও পর্যাপ্ত ত্রাণ মজুত আছে বলে জানান জেলা প্রশাসক।

এদিকে সিরাজগঞ্জে কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুরের নিম্নাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। যমুনায় পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। স্রোতের কারণে শাহজাদপুরের বিনোটিয়া, মাজ্জান, ব্রাহ্মণগ্রাম, পাকরতলা ও চৌহালীতে বেড়েছে নদী ভাঙন। 

গত কয়েকদিনে এসব এলাকার ৩৯টি ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি