ঢাকা, সোমবার   ২০ মে ২০২৪

রংপুর সিটি করপোরেশন নির্বাচন ২১ ডিসেম্বর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৮, ৫ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৮:৪৮, ৫ নভেম্বর ২০১৭

আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ রোববার দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশন কার্যালয়ে রংপুর সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই তফসিল ঘোষণা করেন।

মেয়র ও কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহীরা আগামী ২২ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ২৫ ও ২৬ নভেম্বর যাচাই-বাছাই শেষে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৪ ডিসেম্বর।

২০১২ সালের ২০ ডিসেম্বর প্রথমবারের মতো রংপুর সিটি করপোরেশনে ভোট হয়। তবে এবারই প্রথম দলীয় প্রতীকে ভোট অনুষ্ঠিত হবে। এ সিটি করপোরেশনে বর্তমানে মোট ৩ লাখ ৮৮ হাজার ৪২১ জন ভোটার রয়েছেন।

এমআর/ডব্লিউএন


Ekushey Television Ltd.





© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি