ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

রংপুরবাসী আর ভুল করবে না: ডালিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২০, ২৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

উন্নয়নের স্বার্থে রংপুরবাসী আর ভুল করবে না বলে মন্তব্য করেছেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া। তিনি বলেছেন, ‘উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করবে সবাই।’

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নিজের প্রতিক্রিয়া জানিয়ে নৌকার প্রার্থী বলেন, “ভোটের পরিবেশ চমৎকার রয়েছে। উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে নগরবাসী ভোট দিতে কেন্দ্রে আসছেন। জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। রংপুরের মানুষ আর ভুল করবে না। উন্নয়নের স্বার্থে নৌকায় ভোট দেবে।”

তিনি বলেন, “বিজয়ী হয়ে আমি নগরবাসীকে দেয়া ইশতেহারগুলো বাস্তবায়ন করে একটি তিলোত্তমা নগরী হিসেবে রংপুর সিটি করপোরেশনকে গড়ে তুলবো।”

মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সবগুলো কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ করা হচ্ছে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি