ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫

রংপুরে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

প্রকাশিত : ১১:৩২, ২৭ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৩২, ২৭ নভেম্বর ২০১৬

Ekushey Television Ltd.

রংপুর নগরীর বেশ কয়েকটি নামী-দামি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। বোর্ড নির্ধারিত ফি’র প্রায় দ্বিগুণ অর্থ আদায় করায় অনেক শিক্ষার্থী ফরম পূরণ করতে পারছে না। শিক্ষকরা অতিরিক্ত টাকা আদায়ে দিচ্ছেন নানা অজুহাত। আর জেলা শিক্ষা কর্মকর্তা ক্যামেরার সামনে কথা বলতে রাজী নন। দর্শনা বাছিরন নেছা স্কুল এ্যান্ড কলেজ। এসএসসি পরীক্ষায় অংশ নিতে ১০৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করার কথা। বোর্ড নির্ধারিত ফি ১৮শ’ টাকা। কিন্তু এই স্কুলে নেয়া হচ্ছে বিজ্ঞান বিভাগের জন্য ৬ হাজার ও মানবিকে সাড়ে ৫ হাজার টাকা করে। স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত ফি-এর টাকা যোগার করতে না পারায় গরীব শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়া অনিশ্চিত হয়ে পড়েছে। ক্ষুব্ধ অভিভাবকরাও। শিক্ষকরাও স্বীকার করলেন অতিরিক্ত টাকা আদায়ের কথা। তবে অধ্যক্ষ বলছেন, ভিন্ন কথা। নগরীর আরো কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানেও একই চিত্র। বিষয়টি নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও এই শিক্ষা কর্মকর্তা জানান, অভিযোগ পেলে বোর্ডকে জানাবেন। ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়কারী শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি অভিভাবক ও শিক্ষার্থীদের।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি